স্কুল কলেজ এ থাকতে মনে করতাম গবেষকদের একটু উন্মাদ গোছের হবার সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয় এ উঠে অবশ্য সেরকম পাগল কাউকে দেখি নাই। বরং মনে হইসে বিজ্ঞান পড়লে ছাত্রদেরই পাগল হবার দশা।সেই সকল অকালপ্রয়াত গবেষক যারা বর্তমানে পাগল তাদের উদ্দেশ্যে উৎস্বর্গকৃত।